কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারটি দেশের একটি মডেল কারাগার। কাশিমপুর কারা কমপ্লেক্সে মোট ০৪ টি কারাগার রয়েছে। এর মধ্যে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার, অন্যতম।
উদ্বোধন : ১৬ আগষ্ট ২০০৭
ধারণ ক্ষমতা : ২১২ জন (সাধারণ বন্দি-১৬০, ডিভিশন-৪০, সেল-১২)
কারাভ্যন্তরের আয়তন : ৮.৫০ একর
মোট আবাসিক এলাকা : ৩৬.৫০ একর
সড়ক পথ : ০৩ একর
কারাগারের ভিশন : রাখিব নিরাপদ দেখাব আলোর পথ
কারাগারের মিশন : বন্দিদের নিরাপদ আটক নিশ্চিত করার পাশাপাশি তাদের খাদ্য, চিকিৎসা, আবাসন ব্যবস্থা, পরিস্কার-পরিচ্ছন্নতা, দেখা-সাক্ষাৎ, প্রাথমিক অনানুষ্ঠানিক শিক্ষা প্রদান, নৈতিক শিক্ষা, মেডিটেশন, মোটিভেশনে, আইনগত সহায়তা প্রদান, দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন বিষয়ে কর্মমূখি প্রশিক্ষণ প্রদান এবং বিনোদন ব্যবস্থা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস