Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারএর তথ্য বাতায়নে স্বাগতম।কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না। সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে।


বার্ষিক কর্মসম্পাদন চুক্তি












গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 

 

 

 

সিনিয়র জেল সুপার

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার, গাজীপুর


এবং


কারা উপ মহাপরিদর্শক

ঢাকা বিভাগ, ঢাকা

এর মধ্যে স্বাক্ষরিত



বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

 

 




জুলাই ১, ২০২৩ - জুন ৩০, ২০২৪

সূচিপত্র


বিষয়

পৃষ্ঠানং

কর্মসম্পাদনের  সার্বিক চিত্র -


প্রস্তাবনা


কর্মসম্পাদন  পরিকল্পনা


সেকশন-১ : রুপকল্প,অভিলক্ষ্য,কর্মসম্পাদনের ক্ষেত্রসমূহ ও কার্যাবলি


সেকশন-২ : বিভিন্ন কার্যক্রমের  ফলাফল / প্রভাব


সেকশন-৩ : কর্মসম্পাদন পরিকল্পনা


সংযোজনী ১  :শব্দসংক্ষেপ


সংযোজনী ২ :  কর্মসম্পাদন ব্যবস্থাপনা ও প্রমাণক


সংযোজনী ৩ : অন্য অফিসের সঙ্গে সংশ্লিষ্ট কর্মসম্পাদন সূচকসমূহ


সংযোজনী ৪: জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা,২০২৩-২০২৪


সংযোজনী ৫: ই-গভর্ন্যান্স  ও উদ্ভাবন কর্মপরিকল্পনা.২০২৩-২০২৪


সংযোজনী ৬: অভিযোগ প্রতিকার  ব্যবস্থা কর্মপরিকল্পনা, ২০২৩-২০২৪


সংযোজনী ৭: সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা, ২০২৩-২০২৪


সংযোজনী ৮ : তথ্য অধিকার বিষয়ে বার্ষিক কর্মপরিকল্পনা, ২০২৩-২০২৪





           


           


প্রস্তাবনা

           

  প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতিকরণ  এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প-২০৪১ এর যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে-



সিনিয়র জেল সুপার, কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার, গাজীপুর


এবং


কারা উপ মহাপরিদর্শক, ঢাকা বিভাগ, ঢাকা  এর মধ্যে ২০২৩ সালের  জুন  মাসের   ২০ তারিখে এই বার্ষিক চুক্তি স্বাক্ষরিত হলো।


এই চুক্তিতে স্বাক্ষরকারী উভয়পক্ষ নিম্নলিখিত বিষয়সমূহে সম্মত হলেন:
























 
 

 কর্মসম্পাদনের সার্বিক চিত্র

সাম্প্রতিক অর্জন, চ্যালেঞ্জ  এবং ভবিষ্যত পরিকল্পনা :

 

 

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ :

 

বিগত ৩ বছরে অত্র কারাগারে ব্লক বাটিক, হস্তশিল্প, টেইলারিং, বিউটি পার্লার ট্রেডের আওতায় মোট ৯০ জন কারা বন্দিকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। কারা বন্দিদের সুবিধার জন্য পিসিতে নগদ ও বিকাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা জমা প্রদানের কার্যক্রম চালু করা হয়েছে। কারাগারে আটক মাদকাসক্ত ২০০ জন বন্দিকে বিশেষ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং মাদক নিরাময়ে ও প্রতিরোধে ৩৬ টি কাউন্সেলিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মাদকাসক্ত বন্দীদের জন্য ০১ টি বিশেষ ওয়ার্ড চালু করার কাজ প্রক্রিয়াধিন রয়েছে। কারাবন্দিদের যোগাযোগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে মোবাইল ফোন বুথ চালু করা হয়েছে। এছাড়া অত্র কারাগারের নিরাপত্তা বিধানের লক্ষ্যে সিসিটিভি, আর্চওয়ে মেটাল ডিটেক্টর এবং হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর সংযোজন করা হয়েছে। কারাবন্দিদের উৎপাদিত পণ্যের লভ্যাংশের ৫০% বন্দিদের প্রদানের ব্যবস্থা অত্র কেন্দ্রীয় কারাগারে চালু রয়েছে।


সমস্যা ও চ্যালেঞ্জসমূহ:


            বর্তমানে অত্র কারাগারে ধারণ ক্ষমতার তিনগুনেরও অধিক কারাবন্দি অবস্থান করছে। এ সকল বন্দিদের মধ্যে প্রায় ৩৪ জন রয়েছে ফাঁসির বন্দি ও বাকি বন্দিদের মধ্যে জঙ্গি সংগঠনের সদস্য, বিদেশী বন্দি এবং বিভিন্ন দুর্ধর্ষ ও আলোচিত মামলার বন্দি আটক রয়েছে। ফলে সীমিত জনবল ও লজিস্টিক সাপোর্টের মাধ্যমে তাদের সার্বিক নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করা অত্র কারাগারের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।


ভবিষ্যত পরিকল্পনা:


অত্র কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত কারাবন্দিদের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে ১২ সেলকে সম্প্রসারণ ও আধুনিকায়ন করার ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আবাসন ব্যবস্থার উন্নয়ন, বিনোদন ও খেলাধূলার সরঞ্জামাদির  অধিকতর ব্যবস্থা করা হবে । কারাগারে মোবাইল ফোন বুথ আধুনিকীকরণ করা হবে । নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন করা হবে।


মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে অত্র কেন্দ্রীয় কারাগারে অধিক হারে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হবে। মাদকাসক্ত বন্দিদের আরো বেশি করে কাউন্সিলিং ও চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্তরীণ বন্দি এবং তাদের স্বজনদের হয়রানি ও দুর্নীতি প্রতিরোধে অত্র কারাগারে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে গনশুনানী আরো জোরদার করা হবে। কারাবন্দীদের বিভিন্ন ট্রেডে আরও অধিক প্রশিক্ষণ প্রদান করা হবে যাতে তারা কারাগার হতে মুক্তির পর সমাজে পুনর্বাসিত হতে পারে। এছাড়াও সরকারের আর্থিক সাশ্রয় এবং বন্দিদের পলায়ন প্রতিরোধে অত্র কেন্দ্রীয় কারাগারের বন্দিদের মামলা ভার্চুয়ালি পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলমান রয়েছে।


২০২৩-২৪  অর্থ বছরে সম্ভাব্য প্রধান অর্জনসমূহ :


কারাবন্দিদেরকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান কার্যক্রম অধিকতর সম্প্রসারণ  করা ;

কারাগারে বন্দিদের লভ্যাংশ প্রদান কার্যক্রম শতভাগ নিশ্চিত করা ;

কারাগার সমূহে মাদকাসক্ত বন্দিদের পর্যাপ্ত কাউন্সেলিং কার্যক্রম পরিচালনা করা ;

কারাগারে সিসিটিভি, আর্চওয়ে মেটাল ডিটেক্টর, হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর, মাইক্রোফোন  সিস্টেম, ওয়াকিটকি সংযোজন করা

বন্দিদের সাথে মানবিক আচরণ করা ;

সেকশন-১

রূপকল্প, অভিলক্ষ্য, কর্মম্পাদন ক্ষেত্রসমূহ   এবং কার্যাবলি 

 

১.১     রূপকল্প :

 

            রাখিব নিরাপদ দেখাব আলোর পথ ।


১.২     অভিলক্ষ্য :

 

            বন্দিদের নিরাপদ আটক নিশ্চিতকরণ, কারাগারের কঠোর নিরাপত্তা ও শৃংখলা বজায় রাখা, বন্দিদের সাথে মানবিক আচরণ, তাদের যথাযথ বাসস্থান, খাদ্য, চিকিৎসা ও আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও আইনজীবির সাথে সাক্ষাতের সুযোগ দান এবং সুনাগরিক হিসেবে সমাজে পুনর্বাসনের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ ও উপযুক্ত প্রশিক্ষণ প্রদান।


১.৩     কর্মসম্পাদন  ক্ষেত্রসমূহ  :

          

১। কারাবন্দিদের মুক্তির পর সমাজে পুনর্বাসনের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা;

২। কারাবন্দিদের আইনগত সহায়তা প্রদান;

           ৩। বন্দিদের মানসিক বিষন্নতা দূর করার জন্য কার্যক্রম গ্রহণ করা;

            ৪। কারাবন্দিদের আবাসন সমস্যা দূরীকরণ

           

১.৪     কার্যাবলী :

            ১. বন্দিদের নিরাপদ আটক নিশ্চিতকরণ ও শৃঙ্খলা নিয়ন্ত্রণ ;

            ২. কারা বন্দিদের স্বাস্থ্যসম্মত আবাসন, পুষ্টি, স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিতকরণ ;

            ৩. বন্দিদের আইনগত সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহণ ;

            ৪. বন্দিদের মানসিক বিষন্নতা দূর করার জন্য কার্যক্রম গ্রহণ ;

            ৫. সাজাপ্রাপ্ত বন্দিদের প্রাপ্য রেয়াত মঞ্জুর এবং শৃঙ্খলা ভঙ্গের জন্য সাজা প্রদান ;

            ৬. বন্দিদের সমাজে পূনর্বাসনের লক্ষ্যে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা ;

            ৭. মাদকাসক্ত বন্দিদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণ ;                              

           

           



 



সেকশন-২

কারা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমের চূড়ান্ত ফলাফল/প্রভাব (Outcome/Impact)

 

আউটকাম (Outcome)

কর্মসম্পাদন (Performance Indicator)

একক (Unit)

প্রকৃত

লক্ষ্যমাত্রা ২০২৩-২৪

প্রক্ষেপন

অধিদপ্তরের নির্ধারিত প্রভাব অর্জনের ক্ষেত্রে যৌথভাবে দায়ী মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাসমূহের নাম

উপাত্তসূত্র

২০২১-২২

২০২২-২৩ 

২০২৪-২৫

২০২৫-২৬

১.কারাবন্দিদের মুক্তির পর সমাজে পুনর্বাসনের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ

করা

১.১ উৎপাদিত পণ্যের বিপরীতে প্রদানকৃত লভ্যাংশ

সংখ্যা

(বন্দি)

-

১২০

১৫০

১৬০

১৭০

অর্থ বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নির্দেশনা

অষ্টম পঞ্চ বার্র্ষিক পরিকল্পনা

২. বন্দিদের মানসিক বিষন্নতা দূর করার জন্য কার্যক্রম গ্রহণ করা

২.১ কারাগারে সাংস্কৃতিক কার্যক্রম গ্রহণ এর  জন্য

আয়োজিত সাংস্কৃতিক

অনুষ্ঠান

সংখ্যা

(কারাগার)    (সমষ্টি)

-

১০

অর্থ বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নির্দেশনা


 

 
 

 

সেকশন -৩

 

কৌশলগত উদ্দেশ্য, অগ্রাধিকার, কার্যক্রম, কর্মসম্পাদন সূচক এবং লক্ষ্যমাত্রাসমূহ

 

কর্মসম্পাদনের ক্ষেত্র


 মান

কার্যক্রম

কর্ম সম্পাদন সূচক

গণণা পদ্ধতি

একক

কর্ম সম্পাদন সূচকের মান

প্রকৃত

লক্ষ্যমাত্রা/নির্ণায়ক ২০২৩-২৪


প্রক্ষেপন

২০২৪-২৫


প্রক্ষেপন

২০২৫-২৬

২০২১-২২

২০২২-২৩

অসাধারন

অতি উত্তম

উত্তম

চলতি মান

চলতি মানের নিম্নে

১০০%

৯০%

৮০%

৭০%

৬০%

ঢাকা বিভাগের কার্যক্রম

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 








(১)

কারাবন্দিদের মুক্তির পর সমাজে পুনর্বাসনের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা









৩২

(১.১)

কারাবন্দিদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান

(১.১.১)

কারাবন্দিদের জন্য পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রম  বিভিন্ন কারাগারে সম্প্রসারণ

সমষ্টি

সংখ্যা


-

৬৭

৬৭

৬০.৩

৫৩.৬

৪৬.৯

৪০.২

৮০

১০০

(১.২)

মাদকাসক্ত বন্দিদের চিকিৎসা প্রদান

(১.২.১)  মাদকাসক্ত বন্দিদের কাউন্সেলিং কার্যক্রম

সভা

সংখ্যা


৬৯

৬৯

৬২.১

৫৫.২

৪৮.৩

৪১.৪

৮৫

১০০

(১.২.২)

 মাদকাসক্ত বন্দিদের জন্য বিশেষ ওয়ার্ড চালুকরণ ও চিকিৎসা প্রদান

সমষ্টি


সংখ্যা


-

-

-

-

-

-

-

(১.২.৩)

মাদকাসক্ত বন্দিদের জন্য বিশেষ সেবা ও চিকিৎসা প্রদান

সমষ্টি


সংখ্যা

 (বন্দি)

২৪

৩৬

৩৬

-

-

-

-

৪৮

৬০

(১.৩)

উৎপাদিত পণ্যের লভ্যাংশের ৫০% সংশ্লিষ্ট বন্দিকে প্রদান

(১.৩.১)

 লভ্যাংশ প্রদান কার্যক্রম সম্প্রসারণ

সমষ্টি

সংখ্যা

 (বন্দি)

-

১২০

১৫০

১৬০

-

-

-

১২৫

১৫০

(২)

কারাবন্দিদের আবাসন সমস্যা দূরীকরণ




১০



(২.১)

আবাসন সমস্যা দূরীকরণের

লক্ষ্যে ধারণ ক্ষমতা বৃদ্ধিকরণ

(২.১.১)

কারাগারের বন্দি ভবন নির্মাণ/সম্প্রসারণ/

মেরামত এর প্রাক্কলন ডিআইজি দপ্তরে প্রেরণ

ক্রমপুঞ্জিত

তারিখ

-

-

-

-

-

-

-

-

-

(২.১.১)

কারাগার অফিস ভবন নির্মাণ/সম্প্রসারণ এর প্রাক্কলন ডিআইজি দপ্তরে প্রেরণ

ক্রমপুঞ্জিত

তারিখ

-

-

-

-

-

-

-

-

-

(৩)

কারা বন্দিদের আইনগত সহায়তা প্রদান




২৩




(৩.১)

কারা বন্দিদের মামলা নিস্পত্তির জন্য  সহায়তা প্রদান

(৩.১.১) দীর্ঘদিন বিনা বিচারে আটক বন্দীদের তালিকা  মামলা নিস্পত্তির জন্য ডিআইজি দপ্তরে  প্রেরণ করা ।

সমষ্টি


সংখ্যা


-

-

-

-

-

-

-

-

-

(৩.১.২) বয়োবৃদ্ধ ও গুরুতর  অসুস্থ কারা বন্দিকে কারা মুক্তির বিষয়ে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এর লক্ষ্যে তালিকা ডিআইজি দপ্তরে প্রেরণ

সমষ্টি


সংখ্যা


-

-

-

-

-

-

-

-

-

(৩.১.৩ ) কারা বন্দিদের জন্য প্রাথমিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষা বৃদ্ধি করা

সমষ্টি


সংখ্যা

(বন্দি)


২৫

৩০

৩৩

৩২

৩১

৩০

২৯

৩৮

৪৪

(৩.১.৪ ) মাঠ পর্যায়ে অভিযোগ সরাসরি নিষ্পত্তির লক্ষ্যে অংশীজনের অংশগ্রহণে গণশুনানির আয়োজন করা

সমষ্টি


সংখ্যা

(সভা)





-

১২

২৪

৩৬

৩০

৩৫

৪০


(৪.১.৫) কারা বন্দিদের মামলা ভার্চুয়ালি পরিচালনার জন্য কারগারের ১টি কক্ষ উপযোগী করণ ও যন্ত্রপাতি স্থাপন

সমষ্টি


শতকরা


-

-

-

-

-

-

-

-

-

(৪)

বন্দিদের মানসিক বিষন্নতা দূর করার জন্য কার্যক্রম গ্রহণ করা

(৪.১) বন্দিদের মানসিক বিষন্নতা দূর করা

(৪.১)

কারাগারে সাংস্কৃতিক কার্যক্রম গ্রহণ এর জন্য

আয়োজিত সাংস্কৃতিক

অনুষ্ঠান

সমষ্টি


সংখ্যা

(সভা)


-

১০




                                                                                                                        সংযোজনী - ১

 

 

শব্দসংক্ষেপ (Acronyms) :

 

ক্রমিক

শব্দসংক্ষেপ (Acronyms)

 

বিবরণ

ডিপিপি

ডেভেলপমেন্ট প্রজেক্ট প্ল্যান

পিসি

প্রিজনার’স ক্যাশ

 

 

 

 

 
 

সংযোজনী- ২: কর্মসম্পাদন ব্যবস্থাপনা ও প্রমাণক

 

ক্রমিক নম্বর

কার্যক্রম

কর্মসম্পাদন সূচক

বাস্তবায়নকারী অনুবিভাগ, অধিশাখা, শাখা

লক্ষ্যমাত্রা অর্জনের প্রমাণক

১. কারাবন্দিদের মুক্তির পর সমাজে পুনর্বাসনের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা

 (১.১) কারাবন্দিদের পুনর্বাসনের জন্য কার্যক্রম বাস্তবায়ন

(১.১.১) বিভিন্ন ট্রেডে প্রদানকৃত প্রশিক্ষণ এবং লভ্যাংশ প্রদান কার্যক্রম সম্প্রসারণ 

সিনিয়র জেল সুপার,  কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার, গাজীপুর


কারাগার এর  প্রতিবেদন

(১.২) মাদকাসক্ত বন্দিদের চিকিৎসা প্রদান

(১.২.১) অত্র কারাগারে মাদকাসক্ত বন্দিদের জন্য বিশেষ ওয়ার্ড চালুকরণ প্রক্রিয়াধিন রয়েছে ও চিকিৎসা প্রদান কাযক্রম অব্যাহত রয়েছে।

সিনিয়র জেল সুপার,  কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার, গাজীপুর


কারাগার এর  প্রতিবেদন

 
 

সংযোজনী ৩ :


অন্য অফিসের সঙ্গে সংশ্লিষ্ট কর্মসম্পাদন সূচকসমূহ

 

সংশ্লিষ্ট কার্যক্রম

কর্মসম্পাদন সূচক

যেসকল অফিসের সাথে সংশ্লিষ্ট

সংশ্লিষ্ট অফিসের সাথে কার্যক্রম সমন্বয়ের কৌশল

(১) মাদকাসক্ত বন্দিদের চিকিৎসা প্রদান

(১.১.১ অত্র কারাগারে মাদকাসক্ত বন্দিদের জন্য বিশেষ ওয়ার্ড চালুকরণ প্রক্রিয়াধিন রয়েছে ও চিকিৎসা প্রদান কাযক্রম অব্যাহত রয়েছে।

কারাগার,

গণপূর্ত অধিদপ্তর,

স্বাস্থ্য অধিদপ্তর এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

কারাগার, গণপূর্ত অধিদপ্তরের মাঠ পর্যায়ের অফিস এবং প্রয়োজনীয় চিকিৎসক পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তর এবং কাউন্সেলিংয়ের জন্য  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তরের উপর নির্ভর করতে হয়।

 

 

 


অঙ্গীকারনামা



আমি শাহজাহান আহমেদ, সিনিয়র জেল সুপার (অঃ দাঃ), কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার, গাজীপুর  কারা উপ-মহাপরিদর্শক, ঢাকা বিভাগ, ঢাকা এর নিকট অঙ্গীকার করছি যে, এই চুক্তিতে বর্ণিত ফলাফল অর্জনে সচেষ্ট থাকব।


আমি এ, কে, এম, ফজলুল হক, কারা উপ মহাপরিদর্শক, ঢাকা বিভাগ, ঢাকা, সিনিয়র জেল সুপার (অঃ দাঃ), কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার, গাজীপুর এর নিকট অঙ্গীকার করছি যে, এই চুক্তিতে বর্ণিত ফলাফল অর্জনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করব।







------------------------

সিনিয়র জেল সুপার

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার, গাজীপুর।




--------------------------

তারিখ








-------------------------

কারা উপ মহাপরিদর্শক

ঢাকা বিভাগ, ঢাকা।




---------------------------

তারিখ